নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৯:৩৯। ১৩ জুলাই, ২০২৫।

বড় জয়ের পরও বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় থিকশানা

জুলাই ১১, ২০২৫ ৭:২৪
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেল্লেতে অনেকটা একপেশে ম্যাচে স্বাগতিকরা ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল। বড় ব্যবধানে জয়ের পরেও দুই প্রতিপক্ষ ক্রিকেটারের প্রশংসা করতে ভোলেননি লঙ্কান স্পিনার মহেশ থিকশানা। ম্যাচ শেষে তিনি দুই বাংলাদেশি ওপেনারের প্রশংসার পাশাপাশি ত্রুটির কথাও জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে থিকশানা বলেছেন, ‘(পারভেজ হোসেন) ইমন ওয়ানডেতেও ভালো করেছে। আন্তর্জাতিক মঞ্চে শুরুর দিকে আপনি ভালো করতেই পারেন। তবে জরুরি ব্যাপার হচ্ছে লম্বা সময় টিকে থাকা। তাদের দুই ওপেনার ভালোই খেলেছে। আমাদের টার্গেট ছিল পাওয়ার প্লের মধ্যে তাদের দ্রুত ফিরিয়ে ৪০–এর কম রানে আটকে রাখা।’

আরও পড়ুনঃ  হত্যাকাণ্ডের পর গা ঢাকা, একসঙ্গে গ্রেপ্তার হলেন রাজশাহীর ৭ আসামি

ম্যাচটিতে বাংলাদেশ কী ভুল করল এমন প্রশ্নের জবাবে থিকশানা জানান, ‘আসলে আমি তাদের নিয়ে কিছু জানি না। আমরা প্ল্যান করে এগিয়েছি। আমরা অনেক ভালো বল করেছি। ১৫৪ রানে বেঁধে রেখেছি তাদের। শুরুতে লক্ষ্য ছিল তাদের ১৮০ রানের নিচে রাখতে হবে। পরে উইকেট দেখে মনে হলো স্লো হবে। তখন ভেবেছি ১৬০ রানই ভালো স্কোর।’

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে দলিল লেখক সমিতি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে একাদশে রাখেনি বাংলাদেশ। এ ছাড়া দলে ফিরে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ উইকেট শিকার করেছেন রিশাদ। দুই বোলার নিয়ে লঙ্কান স্পিনার বলেন, ‘আমি তাদের (বাংলাদেশের) একাদশ নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। তবে যেটুকু বলতে পারি তা হলো দুজনই (রিশাদ এবং মুস্তাফিজ) ভালো বোলার। রিশাদও দারুণ একজন বোলার। সে সম্প্রতি ভালো বোলিং করছে।’

প্রসঙ্গত, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে পারভেজ ইমন সর্বোচ্চ ৩৮, নাঈম শেখ ৩২ ও মেহেদী মিরাজ ২৯ রান করেন। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই কক্ষপথেই ছিল লঙ্কানরা। শেষদিকে রিশাদ-মিরাজরা নিয়ন্ত্রিত বোলিং করেছেন ঠিকই, তবে ৬ বল বাকি থাকতেই স্বাগতিকরা জয় নিশ্চিত করে। কুশল মেন্ডিস সর্বোচ্চ ৭৩ ও পাথুম নিশাঙ্কা ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।