নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৬:১০। ১৩ জুলাই, ২০২৫।

‘ছ্যাঁকা’ খাওয়ার পরে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না

জুলাই ১২, ২০২৫ ১১:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : শোবিজাঙ্গনের বর্তমান সময়ের অভিনেত্রীদের একজন সেমন্তী সৌমি। মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু হলেও নাটক, সিনেমায় নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। পাশাপাশি সম্প্রতি সময়ে কাজ করেছেন বেশ কয়েকটি ওয়েব সিরিজেও।

নিজের স্টাইলিশ লুক ও মডেলিংয়ের জন্য বেশ আলোচনায় থাকেন সৌমী। যে কারণে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী বলেছেন, বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করেন না তিনি। কারণ ব্যক্তিজীবনে প্রেমে ‘ছ্যাঁকা’ খাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

আরও পড়ুনঃ  তানোরে পোস্ট মাষ্টার কর্তৃক ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন

সেমন্তী সৌমি বলেন, ‘আমি জীবনে একটা ছ্যাঁকা খেয়েছি। মনে রাখার মতো একটা ছ্যাঁকা। এরপর থেকে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না।’

এই অভিনেত্রী মনে করেন, বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলেদের থেকে বেশি ভালো হয়। তার কথায়, ‘বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলে থেকে অনেক ভালো হয়। তারা ভদ্র হয়, লয়্যাল হয়। বাংলাদেশি ছেলেরা জানে না কোন মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয়, কথা বলতে হয়।’

আরও পড়ুনঃ  মান্দায় সরকারি সম্পত্তি উদ্ধারসহ ইউএনওর সাফল্য

সেমন্তী যোগ করেন, ‘আমি কিন্তু বাংলাদেশি ছেলেদের ছোট করতেছি না। তবে আমি লাইফে যাদের দেখেছি, তারা এমন হয়েছে। এটা হয়তো আমার ব্যাডলাক।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি যেহেতু বিদেশে ঘুরাঘুরি করতে পছন্দ করি, যখন বাইরে যাই তখন বিদেশি ছেলেদের ব্যবহার দেখি। তারা খুব গুড লুকিং। তাদের কথাবার্তা ভালো। তখনই মনে হয়েছে, তারা খুবই বিশ্বস্ত ব্যক্তিত্ব।’

আরও পড়ুনঃ  ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

এসময় নিজেকে সিঙ্গেল দাবি করে এই অভিনেত্রী বলেন, ‘আমি পিউর সিঙ্গেল। এখন আর প্রেম করার সময় নেই। একেবারে বিয়ে করব। যদি কখনো শুনে থাকেন, সেমন্তী কারো সঙ্গে প্রেম করছে, তাহলে জেনে নিবেন- সেটা ভুয়া।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।