নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। দুপুর ২:০৩। ১৪ জুলাই, ২০২৫।

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৬৮

জুলাই ১৩, ২০২৫ ১১:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১০৫৭ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৫১১ জন।

আরও পড়ুনঃ  বাণিজ্য অংশীদারদের ওপর ১৫-২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের

রোববার (১৩ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (১২ জুলাই) সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫১১ জন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুই শিশুকে নিয়ে গুহায় বসবাস রাশিয়ান নারীর, উদ্ধার করল পুলিশ

অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।