নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:৪১। ১৬ জুলাই, ২০২৫।

বাগমারায় জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা

জুলাই ১৫, ২০২৫ ৬:০৯
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত গ্রাফিতি প্রতিযোগিতা রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই প্রতিাযোগিতার আয়োজন করা হয়। সকালে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিরা জুলাই গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র রং তুলিতে তুলে ধরে।

আরও পড়ুনঃ  যতবার এদেশে অন্যায় হবে, অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত ভাবে তিনটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা নির্বাচিত করা হয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনসুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক জসিম উদ্দিন, বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক এম এ রকিব, ভবানীগঞ্জ ফাযিল মাদ্রাসা শিক্ষক জাবের আলী প্রমুখ। উপজেলার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় এবং চাঁনপাড়া আর্দশ বালিকা উচ্চবিদ্যালয়ের চারজন করে শিক্ষার্থীকে নির্বাচিত করে জেলায় নামের তালিকা পাঠানো হয়। বিজয়ী প্রতিযোগিতারা জেলা পর্যায়ে অংশ নিবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর আদালত চত্বরে প্রকাশ্যেই নারীকে লাঞ্ছিত করলেন দুই কাজি

প্রতিযোগিতার বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, সরকার জুলাই পুনর্জাগরণ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার আয়োজন করেছে। জুলাই চেতনা ধরে রাখতে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।