নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:৫৪। ১৬ জুলাই, ২০২৫।

বাগমারার তাহেরপুর পৌরসভায় রাস্তার কাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক

জুলাই ১৫, ২০২৫ ৭:০৫
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় চলমান বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে তাহেরপুর পৌরসভার ৪ নম্বার ও ৬ নম্বার ওয়ার্ডে চলমান ব্লক রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোভিড-১৯ প্রোজেক্টের আওতায় ছয়টি রাস্তার কাজ চলমান রয়েছে। ছয়টি রাস্তা নির্মাণের ব্যয় হচ্ছে ১ কোটি ২০ লক্ষ ৮৩ হাজার ২১৩ টাকা।

ছয়টি রাস্তার মধ্যে চারটি রাস্তা স্বশরীরে পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ  দুই শিশুকে নিয়ে গুহায় বসবাস রাশিয়ান নারীর, উদ্ধার করল পুলিশ

রাস্তাগুলোর কাজ শেষ হলে লাঘব হবে মানুষের দুঃখ দুর্দশা। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তাগুলোতে।

রাস্তাগুলো কাজ পরিদর্শনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হাসান আলী, উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক, সার্ভেয়ার আব্দুর রাহিন প্রমুখ।

আরও পড়ুনঃ  ‘মব’ সাজাতে সোহাগের দেহ টেনে এনে উল্লাস করে খুনিরা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।