নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। বিকাল ৩:৫৭। ৬ নভেম্বর, ২০২৫।

রাসিক নির্বাচনে এবার পনৗকার পক্ষে প্রচারনায় তৃতীয় লিঙ্গের জনগণ

জুন ১৪, ২০২৩ ১১:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের আর মাত্র ছয়দিন বাকী। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিদন্দিতা করছেন। তাঁকে বিজয়ী করতে রাজশাহী মহানগরীতে বসবাসকারী তৃতীয় লিঙ্গের জনগণের পক্ষ থেকে বুধবার সকাল সাড়ে ১০টায় প্রচার প্রচারণা করা হয়।

হিজড়া গুরু হীরা খান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও কোষাধ্যক্ষ জুলির নেতৃত্বে নগরীর বিন্দুর মোড় রেলগেট থেকে শুরু করে রেলওয়ে মার্কেট, শালাবাগান টেম্পু স্ট্যান্ডসহ অন্যান্য স্থানে তারা প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন। এ সময়ে তাদের সঙ্গে প্রায় শতাধীক তৃতীয় লিঙ্গের জনগণ উপস্থিত ছিলেন।

বিতরণ কালে মোহনা বলেন, সদ্য সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, বিগত পাঁচ বছরে রাজশাহী শহরকে মনোরোম করে সাজিয়েছেন। করেছেন প্রসস্ত রাস্তা, সেইসাথে হাইটেক পার্ক, বিকেএসপি, বিনোদনের জন্য লালন শাহ্ পার্ক, রাস্তার পাশ দিয়ে করেছেন নান্দনিক ফুটপাত। শুধু তাই নয় সবুজায়নের রোপন করেছেন নানা ধরনের বৃক্ষ। তাঁর উন্নয়নের ফিরিস্তি দিয়ে শেষ করা যাবেনা বলে জানান তিনি।

এছাড়াও করোনা কালীন সময়ে প্রায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাবার, বিনামূলে চিকিৎসনা ও অক্সিজেন। প্রদান করেছেন হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। তিনি আরো বলেন, করোনাকালে তৃতীয় লিঙ্গের জনগণ কোন কাজ ও কোথাও বের হতে না পেরে অত্যন্ত কষ্টে জীবন যাপন করছিলেন। তাদের এই কষ্টের কথা চিন্তা করে সাবেক মেয়র তাদের পাশে এসে দাঁড়ান। প্রদান করেন খাবার। দেন বিনা মূলে চিকিৎসা। শুধু তাই নয় প্রতিনিয়ত তিনি খোঁজ খবর রাখতেন বলে উল্লেখ করেন তিনি।

তাঁরমত নেতা এই সিটিতে বার বার প্রয়োজন উল্লেখ করে আবারও তাঁকে বিজয়ী করে জনগণের সেবা প্রদানের সুযোগ দানের জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। সেইসাথে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। এছাড়াও তারা ভোট চেয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।