নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। ভোর ৫:১০। ১৯ জুলাই, ২০২৫।

তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের তারকা ফুটবলার

জুলাই ১৭, ২০২৫ ৬:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে নানা বিচিত্র ঘটনা ঘটছে। এক ম্যাচে দুই অর্ধ দুই মাঠে খেলা এবং টুর্নামেন্টের মাঝপথে ভেন্যু বদল হয়েছে। এর মধ্যে আবার ফুটবলারদের বড় শাস্তি দেওয়ার ঘটনাও ঘটল।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচের ৫৪ মিনিটে বাংলাদেশের ফুটবলার মোসাম্মৎ সাগরিকা সরাসরি লাল কার্ড দেখেছিলেন। নেপালের ডিফেন্ডার সিমরানও একই শাস্তি পেয়েছিলেন। লাল কার্ডে সাধারণত পরের ম্যাচে নিষিদ্ধ থাকেন সংশ্লিষ্ট ফুটবলার। রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে অনেক সময় এই সংক্রান্ত শাস্তির মেয়াদ ও ধরন বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে : ইসি

সাফ এক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের ফুটবলারকে বড় শাস্তি দিয়েছে। দুই ফুটবলারকেই সমান তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫০০ ডলার করে জরিমানা করেছে। গতকাল বাংলাদেশ অ-২০ নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বরাবর সাফ থেকে এই সংক্রান্ত চিঠি ইস্যু হয়েছে।

সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এত বড় শাস্তি পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খানিকটা বিস্মিত। শাস্তির বিপরীতে আপিল করলে বাফুফেকে আবার কয়েক শ’ ডলার জমা দিতে হবে। তাই বাফুফের আর সেই পথে হাঁটছে না। সাগরিকাকে জরিমানা করলেও মূলত বাফুফেকে এই জরিমানা পরিশোধ করতে হবে। টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে সাফ বাফুফেকে আর্থিক অনুদান প্রদান করছে। সেখান থেকেও সমন্বয় হতে পারে এই জরিমানার অঙ্ক।

আরও পড়ুনঃ  হাঁটুর বয়সী নায়কের প্রেমে কারিনা!

আজ বাংলাদেশ পুনরায় ভুটানের বিপক্ষে খেলবে। এই ম্যাচেও থাকছেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাগরিকা। পরের ম্যাচে বাংলাদেশ আরেকবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেখানেও সাগরিকাকে ছাড়াই খেলতে হবে। ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হতে পারে। সেই ফাইনালে সাগরিকা ফিরবেন। নেপালের ডিফেন্ডার সিমরান আগে ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন। সাগরিকার সমান শাস্তি পাওয়ায় বাফুফে সাফের সিদ্ধান্তে খানিকটা হতাশ হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।