স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন স্থানে পৃথক চারটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। খবর বিজ্ঞপ্তির।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল হাকিম (২৬), এবং দুর্গাপুর থানার আড়াইলের আলাউদ্দিনের ছেলে নাভিদ হাসান (২০)কে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের কাছ থেকে ১০৫ পিস ট্যাপেন্টাডল মোবাইল ফোন ৩টি, সিমকার্ড ৩টি উদ্ধার হয়।
বৃহস্পতিবার বিকেল বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী জেলার মোহনপুর থানার মতিহার এলাকায় অভিযান চালিয়ে মতিহারের জয়নাল আবেদীূনের ছেলে শামীম রেজা (২৭)কে ৭০ পসি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকাল বিকেল ৫ টায় জেলার চারঘাট থানার টাঙ্গন পূর্বপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে টাঙ্গন পূর্বপাড়ার মৃত আজিজুল হকের ছেলে মাদক জসিম উদ্দিন (৩৩)কে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর শাহমখদুম থানার খিরসিন ফুদকিপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক খিরসিন ফুদকিপাড়ার মনজুর আলীর ছেলে আহম্মদ আলী (২৫)কে ৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ছাড়াও মোবাইল ফোন ১টি, সিমকার্ড ১ টি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ধৃত আসামীগণ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে অবৈধ মাদক ব্যবসা করছিল। তারা উক্ত অবৈধ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকার অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের হেফাজতে ও নিজ বসতবাড়ীতে মজুদ রাখে এবং পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে।
আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার ও মহানগরীর পৃথক থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।