নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১:২৮। ২১ জুলাই, ২০২৫।

রুয়েটে ‘অধিকতর উন্নয়ন’ শীর্ষক সভা অনুষ্ঠিত

জুলাই ১৯, ২০২৫ ৫:৪৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

আরও পড়ুনঃ  ‘সৎ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা পদোন্নতির দাবিদার’

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তা সহ রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, কম্পট্রোলার নাজিম উদ্দীন আহম্মদ এবং অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্প পরিচালক ও পিআইসির সদস্য সচিব প্রকৌশলী অমিত রায় চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।