নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ১২:৪৬। ২০ জুলাই, ২০২৫।

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই ২০, ২০২৫ ২:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলক দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এটা বিএনপি কখনও মেনে নেবে না। তিনি এনসিপিকে উদ্দেশ্য কনে বলেন, তোমরা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছো। তার মানে এই না তোমরা সব করেছো। তোমাদের সাথে দেশের স্বাধীনতাকামী ও স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতা ছিল। আর নেপথ্য থেকে সকল প্রকার সহযোগিতা করেছিলেন তারেক জিয়া। তাকে নিয়েও এনসিপি মন্তব্য করতে ছাড়েনি।

আরও পড়ুনঃ  ‘মাসুদ রানা’ সিরিজের গল্পে আসছে ওয়েব ফিল্ম, থাকছেন মৌ

শাহীন শওকত আরও বলেন, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদ কোনদিন আর্মি প্রোটেকশন নিয়ে কোন জনসভায় যায়নি। কিন্তু এনসিপি তা করে দেখালো। এটা হচ্ছে শুরুতেই দেউলিয়াত্ত্বের প্রমাণ। স্লোগান দেয়া আর আন্দোলন করা মানে রাজনীতি করা নয়। রাজনীতি করতে হলে শিখতে হয়।

আরও পড়ুনঃ  ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান

তিনি বলেন, ১৬ জুলাই ছিলো গণহত্যার দিন। সেদিন শোকের দিন। সেদিন কেন কোটালিপাড়ায় তাদের জনসভা করতে হবে। এটা জাতি এখন বুঝতে পেরেছে তাদের দুরভীসন্ধি। যে দল নিবন্ধনের প্রাথমিক পর্যায়ে বাতিল হয়। সেই দলের নেতাদের এত কথা মানায় না। বাংলাদেশে আরেকটি দল রয়েছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে। যারা বাংলাদেশকে এখনও স্বীকৃতি দেয়নি। যুদ্ধের সময়ে যারা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল, সেই দল এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য উতালা হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষ এতটা পাগল এখনো হয়নি যে রাজাকারকে ভোট দিয়ে দেশের ক্ষমতায় বসাবে।

আরও পড়ুনঃ  আরপিএটিসিতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন- অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদিন শিবলী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।