নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৩:২৮। ২১ জুলাই, ২০২৫।

রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লক্ষ টাকা জরিমান ও ১জনের ৬ মাসের কারাদন্ড

জুলাই ২০, ২০২৫ ৬:৩৮
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের গ্রামীণ জনপদ এখন আর শুধু ফসলের মাঠ নয়, বিষের ভাগাড়ে রূপ নিচ্ছে। বিশেষ করে নাবিল গ্রুপের মালিকানাধীন “নাবা পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্ম” এর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা গত দুই দশকে রাজশাহীর পরিবেশকে করছে ভয়াবহভাবে দূষিত। খোলা আকাশের নিচে ফেলা হচ্ছে মুরগির বিষ্ঠা ও গবাদিপশুর মলমূত্র। এর ফলে শুধুমাত্র গন্ধ নয়, পানির উৎসও হয়ে পড়ছে বিষাক্ত। মানুষ হারাচ্ছে স্বাস্থ্য, প্রাণ হারাচ্ছে পরিবেশ।

ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় এবং অনলাইন পোর্টালে সংবাদ  প্রকাশিত হয়।এর ফলে পরিবেশ অধিদপ্তর নড়ে চড়ে বসে। এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর রাজশাহী ও গোদাগাড়ী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নাবিল গ্রুপের বিরুদ্ধে  মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চুরির তিন দিনের মাথায় ডাকাতি : আতঙ্কে এলাকাবাসী

শনিবার (১৯ জুলাই) বিকাল থেকে প্রায় ২ ঘন্টা  সরেজমিন পরিদর্শন করে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গোদাগাড়ী উপজেলার ঝিকরাপাড়া নাবা (পোল্ট্রি) ফার্ম লি.কে ১, ৯৯,৮০০টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই সাথে মেসার্স নাইম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাইমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহী সরকারি পরিচালক বলেন, গোদাগাড়ী প্রশাসন রাজশাহী ও পরিবেশ অধিদপ্তর,রাজশাহীর যৌথ উদ্যোগে নাবা ফার্ম লি. (পোল্ট্রি), ঝিকড়াপাড়া, গোদাগাড়ী, রাজশাহী নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুরগীর লিটার দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  তাহলে মেসির ক্লাবেই যাচ্ছেন রদ্রিগো ডি পল

অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ কবির হোসেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর,রাজশাহী জেলা কার্যালয়। এ অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা,২০২১ এর বিধি ৭(৩) লঙ্ঘনের দায়ে দন্ড (১৫) মোতাবেক মেসার্স নাইম ট্রান্সপোর্ট এর স্বত্বাধিকারি নাইমকে  ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত(দুইশত) টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং নাবা ফার্ম লি.(পোল্ট্রি), ঝিকড়াপাড়া, গোদাগাড়ী, রাজশাহীকে ১,৯৯,৮০০/-(এক লক্ষ নিরানব্বই হাজার আটশত) টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় কচুরিপানা থেকে চিকিৎসকের শিশু পুত্রের লাশ উদ্ধার

এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, রাজশাহীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা ।

এ বিষয়ে নাবিল গ্রুপের একাধিক কর্মকর্তার মুঠোফোন ফোন দিয়ে অর্থদণ্ডের বিষয় জানতে চাইলে, সকলেই বিষয়টি এড়িয়ে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।