নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। ভোর ৫:১৪। ২২ জুলাই, ২০২৫।


Girl in a jacket

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ৫ উপদেষ্টা

জুলাই ২১, ২০২৫ ৭:০৩
Link Copied!

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা আজ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জাতীয় বার্ন ইনস্টিটিউটে উপস্থিত হয়ে রাজধানীর উত্তরাস্থ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

উপদেষ্টারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি ডাক্তার ও নার্সদের প্রতি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

উপদেষ্টারা আজ বিকেলে মাইলস্টোন স্কুলে হতাহতদের খবর নিতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ছুটে যান এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  অচল দেশকে সচল করতে বিএনপির ৩১ দফা : মিলন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় পুরো জাতি আজ শোকে স্তব্ধ। আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে পুরো জাতির সাথে আমরাও শোকে মূজ্যমান। তিনি নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন। এবং নিহতদের পরিবারকে শোক সইবার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানান।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।