নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ১০:২২। ২২ জুলাই, ২০২৫।


Girl in a jacket

ফরিদপুর-৪ আসনে গণসংযোগ করলেন খেলাফত মজলিশের প্রার্থী মিজানুর মোল্লা

জুলাই ২১, ২০২৫ ১১:৩৬
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর থেকে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। তিনি ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম হাসামদিয়া সার্ভিস রোড সংলগ্ন উপজেলা খেলাফত মজলিশ কার্যালয়ের সামনে থেকে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ শুরু হয়। এতে অংশ নেয় তিন শতাধিক মোটরসাইকেল এবং শতাধিক মাইক্রোবাস। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রার্থীর নিজ বাড়ি, আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন

গণসংযোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে অংশ নেন জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া এবং সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও শত শত সমর্থক গণসংযোগে অংশ নেন।

আরও পড়ুনঃ  ভারতে একই নারীকে বিয়ে করলেন দুই ভাই, বললেন— আমরা গর্বিত

গণসংযোগ শেষে বক্তব্যে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। এলাকার উন্নয়নে সব সময় চেষ্টা করেছি। এবার সুযোগ পেলে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ, ফরিদপুর-৪ আসনের প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব।”

তিনি আরও বলেন, “আমাদের দলীয় আমির আল্লামা মামুনুল হক সারা দেশে ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী আজকের এ শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। আমরা বিশ্বাস করি, ইসলামী আদর্শই দেশ ও জাতির মুক্তির পথ। আমরা শুধু ভাঙ্গা নয়, সমগ্র দেশকে ইসলামী ভিত্তিতে পুনর্গঠনের স্বপ্ন দেখি।”

আরও পড়ুনঃ  গাজার রোগীদের চিকিৎসা দিতে আহ্বান ডব্লিউএইচও’র

তিনি বলেন, “ইসলামী দল হিসেবে আমাদের দায়িত্ব ইসলামের হাল ধরা। আমরা রাসুল (সা.)-এর আদর্শে বিশ্বাসী। আমাদের লক্ষ্য, এমন একটি দেশ গড়া, যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস বা দুর্নীতি। সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসনব্যবস্থার কোনো বিকল্প নেই।”

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।