নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ১:২৪। ২৩ জুলাই, ২০২৫।


Girl in a jacket

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিয়ামতপুরে মিলাদ ও দোয়া মাহফিল

জুলাই ২২, ২০২৫ ৮:৪০
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও আহতদের আশু সুস্থতা কামনায় উপজেলা বিএনপির উদ্যােগে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৃথক দুটি স্থানে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরী।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমান, যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, মেহেদী হাসান, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ; সাবেক যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ প্রমুখ।

আরও পড়ুনঃ  বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

এছাড়াও আরেকটি দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) এর প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দীন, হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথী, যুবদলের যুগ্ম আহবায়ক কাউছারুল রহমান রতনসহ স্থানীয় সকল সংগঠনের নেতাকর্মী।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে একযোগে সরব যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৫ দেশ

আলোচনা শেষে দোয়া মাহফিলে সকল নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।