নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১:০৪। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩২

জুলাই ২৫, ২০২৫ ১১:০২
Link Copied!

অনলাইন ডেস্ক : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জন হয়েছে। আজ শুক্রবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সকাল ১০টা পর্যন্ত হালনাগাদ তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৫১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ৩২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্ঘটনাজনিত দুর্যোগ-পরবর্তী আমাদের করণীয় কী?

দুর্ঘটনার পর আহত ও নিহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালভিত্তিক হতাহতের বিস্তারিত চিত্র নিম্নরূপ: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে ৪১ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন ৮ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন একজন। এখানে কারও মৃত্যুর তথ্য নেই। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে কেউ ভর্তি নেই। এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে কেউ ভর্তি নেই। তবে অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়েছে। ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে বর্তমানে কেউ ভর্তি নেই। এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  নাটোরে পুলিশ পরিদর্শকের বদলিজনিত বিদায় সংবর্ধনা

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বর্তমানে একজন ভর্তি আছেন। এখানে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। টেলিফোনিক বার্তার মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।