নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ২:৩৩। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

তানোর ক্লিনিক মালিক সমিতির শামিম সভাপতি আরিফ সম্পাদক

জুলাই ২৫, ২০২৫ ১১:৫৪
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহী তানোরে বে-সরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এলাহী ডায়াগনস্টিক সেন্টারের মালিক শামিম চৌধুরীকে সভাপতি ও সেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আরিফুর ইসলাম আরিফকে সাদারণ সম্পাদক রাব্বি ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল মালেককে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে একযোগে সরব যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৫ দেশ

শুক্রবার দুপুরে তানোর বিল কুমারী বিলের বাঁধে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে মহানগর ক্লিনিকের মালিক মনিরুল ইসলাম হেলালকে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বিভিন্ন এলাকায় ১৭ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টার রয়েছে। এবিষয়ে নবনির্বাচিত সভাপতি শামিম চৌধুরী বলেন, জনগনকে সঠিক ভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য এই কমিটি গঠন করা হলো।

আরও পড়ুনঃ  ‘ক্ষমতা থাকলে বিশ্বকাপ, অলিম্পিকে পাকিস্তান ম্যাচ বাতিল করে দেখাও’

তিনি বলেন, তানোর উপজেলার বেশির ভাগ মানুষই দরিদ্র সিমার নিচে বসবাস করেন, স্বল্প মুল্যে সেবা গ্রদান আমাদের মুল লক্ষ। কেউ যেন অতিরিক্ত অর্থ নিতে না পারে এবং রোগীদের অযথা হয়রানি করতে না পারেন সেজন্যই এই কমিটি গঠন করা হয়েছে। যদি কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ পাওয়া যায় তবে আমরা নিজেরাই ব্যবস্থা নিবো।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।