নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ১০:২০। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

মেডিকেলে চান্স না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

জুলাই ২৬, ২০২৫ ১:০০
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ না পেয়ে দীর্ঘ হতাশা থেকে চাঁপাইনবাবগঞ্জে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে পৌর এলাকার বালুবাগান মহল্লার নিজ বাসার শয়ন কক্ষে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে জানান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

আরও পড়ুনঃ  নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮

মৃত শিক্ষার্থী পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড বালুবাগান মহল্লা নিবাসী শামসুজ্জোহা ইসলামের ছেলে ইব্রাহিম (২৩)।

পরিবারের স্বজনরা জানান, চলতি বছর অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি ইব্রাহিম। আর তাই মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সকলের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ইব্রাহিম।

আরও পড়ুনঃ  এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ

এদিকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।