নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ১২:০৪। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

ফুটবলভক্তের কাণ্ড! নেইমারকে ক্ষেপাতে বানালেন সাবেক বান্ধবীর মুখোশ

জুলাই ২৬, ২০২৫ ৫:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে মাঠে দর্শকদের সঙ্গে একাধিকবার তর্কে জড়াতে দেখা গেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে। ব্রাজিলিয়ান লিগ সিরি-আ’য় গত বৃহস্পতিবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হেরে রেলিগেশনে অবনতির শঙ্কায় সান্তোস। সেই দিনই মেজাজ হারিয়ে এক ভক্তের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নেইমার। যা নিয়ে ওই ভক্ত আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন। এদিকে, সান্তোস তারকাকে ক্ষেপাতে নতুন কৌশল আঁটছেন আরেক দর্শক।

আজ (শনিবার) দিবাগত রাতে স্পোর্টস রেসিফের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে সান্তোস। আর এই ম্যাচেই নেইমারকে রাগাতে তার সাবেক বান্ধবী ব্রুনা মারকুজাইনের ছবি দিয়ে মুখোশ বানাচ্ছেন এক ভক্ত। যা ইতোমধ্যে প্রকাশিতও হয়ে গেছে। পেদ্রো চিয়াঙ্কা নামের এক ইনফ্লুয়েন্সার মারকুজাইনের মুখোশ বানিয়ে সেটি ছড়িয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে। পরে ফুটবলভক্তদের একটি অংশ সেই ভিডিও লুফে নিয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, কেবল নিজের জন্যই নয়, পেদ্রো চিয়াঙ্কা মুখোশ বানিয়ে অন্যদের মাঝে বিতরণের পরিকল্পনাও করছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমরা কিছু লেখার জন্য প্রিন্টার্সের সঙ্গে যোগাযোগ করছি। এজন্য স্পন্সর খুঁজছে ভক্তরা।’ সান্তোস আজকের ম্যাচটি খেলবে রেসিফের ঘরের মাঠে। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে এই ম্যাচেও দর্শকদের বিরূপ আচরণের মুখে পড়তে পারেন নেইমার।

ব্রাজিল তারকার সাবেক বান্ধবীর মুখোশ বানানোর কারিগর পেদ্রো চিয়াঙ্কা এমন পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এমন ধারণার লক্ষ্য যেকোনোভাবে তাকে (নেইমার) মনোযোগ চ্যুতি ঘটানো ও অস্থিতিশীল করে তোলা। আমরা জানি তাদের খেলায় কঠিন সময় যাচ্ছে, এখন পর্যন্ত মাত্র ৪ পয়েন্ট তাদের। একইসঙ্গে আমাদের দলের (রেসিফে) জন্যও কিছুটা চাপ কমানোর চেষ্টা করছি। আমি একটি ভিডিও বানিয়ে শেয়ার করার পর অন্য ফুটবলভক্তরাও সেই ধারণা পছন্দ করেছে।’

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

উল্লেখ্য, বলা হয়ে থাকে ব্রুনা মারকুজাইন নেইমারের দ্বিতীয় বান্ধবী। কৈশোরের বন্ধু ক্যারোলিনা দান্তাসের সঙ্গে বিচ্ছেদের পর এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৬ বছর পর সেই সম্পর্কেও ফাটল ধরে। এরপর আরও কয়েকজনের সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতা তৈরির কথা শোনা যায় গণমাধ্যমে। বর্তমানে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে উপভোগ্য সময় কাটছে এই ফরোয়ার্ডের। কিছুদিন আগেই এই দম্পতির ঘরে এসেছে দ্বিতীয় সন্তান। সবমিলিয়ে তিন বান্ধবীর ঘরে পেয়েছেন চার সন্তান (দাভি, মাভি, হেলেনা ও মেল)।

এদিকে, গত বৃহস্পতিবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে এক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সান্তোসের ফরোয়ার্ড নেইমার। পরবর্তীতে তিনি ‘উত্তেজনার মুহূর্তে যখন আপনাকে অন্যায়ভাবে অপমান করা হয়, তখন অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন’ বলেও ব্যাখ্যা দিয়েছেন। ওই ভক্তের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছে সান্তোস। এ নিয়ে পুলিশ তদন্তে নামছে বলে জানায় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে একযোগে সরব যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৫ দেশ

প্রসঙ্গত, ব্রাজিলিয়ান লিগ সিরি-আতে রেলিগেশন জোনে আছে সান্তোস। ২০ দলের প্রতিযোগিতায় এই মুহূর্তে নেইমারের দলটি ১৭ নম্বরে রয়েছে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১৪। আসন্ন ম্যাচে তাদের প্রতিপক্ষ রেসিফে রয়েছে একেবারে তলানিতে। তারা এখনও কোনো জয় পায়নি। এ ছাড়া ৩৪ ও ৩৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের শীর্ষে আছে ক্রুজেইরো ও ফ্ল্যামেঙ্গো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।