নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ১২:৫৩। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

বড়াইগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

জুলাই ২৬, ২০২৫ ৬:৩২
Link Copied!

প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সাথে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও মাইলস্টোন স্কুলের নিহত সকল শিক্ষার্থীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  তানোরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অনুষ্ঠিত

দোয়া অনুষ্ঠানে ঢাকায় চিকিৎসাধীন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের শারীরিক সুস্থতা কামনা করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার গুনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাঝগাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম পর্বে সাবেক ছাত্রনেতা আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নাটোর জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল কাদের মিয়া, পিপি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।