নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১:৫৪। ২৯ জুলাই, ২০২৫।

জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ

জুলাই ২৮, ২০২৫ ১:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় নগদ অর্থ ও তাসসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজপাড়া থানার আকলেসুর রহমান ওরফে আকি (৩৩), হাসিবুর আলী ওরফে হাসিব (৪৫), মানিক (৪৮) এবং কাশিয়াডাঙ্গা থানার শহিদুল ইসলাম (৪৪)।

আরও পড়ুনঃ  এক ঘণ্টা উড়ে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

সোমবার (২৮ জুলাই) সকালে আরএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই রাতে রাজপাড়া থানার এসআই তরিকুল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে প্রকৃত ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জুয়া খেলা অবস্থায় রাত দেড়টায় উক্ত স্থানে অভিযান করে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৩০০ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।