নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ১১:৫৭। ২৯ জুলাই, ২০২৫।

তানোরে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীরা পেলো পৌরসভার উপহার ছাতা

জুলাই ২৮, ২০২৫ ৮:১৭
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌর সভার উদ্যোগে পৌর এলাকার মাধ্যমিক পর্যায়ের ৯শ’ ১০ জন ছাত্রী পেলো পেলো পৌর সভার উপহার উন্নত মানের ছাতা। এ উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে তানোর পৌর সভার আয়োজনে তানোর পৌর সভা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তানোর পৌর এলাকার ১২টি উচ্চ বিদ্যালয় ও ৪টি মাদ্রাসার ৯শ’ ১০ জন ছাত্রীর হাতে ছাতা তুলে দেন তানোর পৌরসভার প্রশাসক ও তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। সভাপতিত্ব করেন তানোর পৌর সভার নির্বাহী কর্মকর্তা সহকারী প্রকৌশলী সরদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আরও পড়ুনঃ  রাবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে এসে এক শিক্ষার্থী আটক

তানোর পৌর সভার প্রধান হিসাব রক্ষক আব্দুস সবুর ও কর্য্যসহকারী মাহাবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী খান প্রমুখ।

আরও পড়ুনঃ  শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

এসময় তানোর পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তানোর পৌর কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার ১২ টি উচ্চ বিদ্যালয় ও ৪ টি দাখিল মাদ্রাসার ৯শ’ ১০ জন ছাত্রীর হাতে পৌর সভার উপহার হিসেবে ১টি করে উন্নত মানের ছাতা বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।