নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৭:৫৫। ৩০ জুলাই, ২০২৫।

বিএনপি নেতার মামলায় আ.লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ গ্রেফতার

জুলাই ২৯, ২০২৫ ৪:৫১
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীকে এবার প্রতারণার মামলায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত হাম্মাদ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বড় ইন্দারা মহল্লার মৃত রাজ্জাক আলীর ছেলে ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীনের লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে খ্যাত।

সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি প্রতারণার মামলায় তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রতারণার মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম ওরফে চাউনিজ রফিক। সদর থানার ওসি মোঃ মতিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলো হেলপার এবং দুর্ঘটনায় মৃত্যু!

ওসি জানান, মো. রফিকুল ইসলামের দায়ের করা একটি প্রতারণার মামলায় হাম্মাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

এব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ৫৮ লাখ টাকা মূল্যের জমিজমা কেনাকে কেন্দ্র করে তাকে বায়না হিসেবে চেক দেয়া হয়। পরে তাকে নগদ টাকা পরিশোধ করা হলেও তিনি আজ কাল করে চেকগুলো ফেরত দেননি। একপর্যায়ে তিনি রফিকুল ইসলামকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখান।

আরও পড়ুনঃ  ওটিটি নিষিদ্ধে যা বললেন কঙ্গনা রানাওয়াত

তিনি আরো জানান, গত ৫ আগষ্ট সরকারের পট পরিবর্তন হলে তাকে বিভিন্নভাবে চেকগুলো ফেরত দিতে বলা হলেও তিনি চেক না দিয়ে টালবাহানা করেত থাকেন। পরিপ্রেক্ষিতে আজ তিনি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  জুলাই পুনর্জাগরণে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে শপথ

উল্লেখ্য, গত ৮ মে রাতে হাম্মাদ আলীকে একটি লুটপাটের মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিন পান। তার বিরুদ্ধে ভুমি দস্যুতারও অভিযোগ রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।