নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১০:৫৩। ৩০ জুলাই, ২০২৫।

পুঠিয়ার বানেশ্বর হাট থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ

জুলাই ২৯, ২০২৫ ৫:০৪
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অভিযান চালিয়ে জব্দ করেছে পুঠিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুঠিয়া থানা পুলিশ। তবে জালের মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ২ হাজার ৭০০ মিটার (২৯ টি) কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৭ হাজার টাকা। পরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানা পুলিশসহ বানেশ্বর বাজারে ভুমি অফিসের সামনে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অবৈধ কারেন্ট জাল গুলো জব্দ করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে জাল বিক্রেতা পালিয়ে যায়। আটককৃত জালগুলো পুরিয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  এনসিপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নুর হোসেন নির্ঝর বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় ২৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের আলোচনা থেকে ওয়াক আউট বিএনপির

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।