নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৮:৪০। ৩১ জুলাই, ২০২৫।

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু

জুলাই ৩০, ২০২৫ ৬:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর দুইটায়। এর আগে, বেলা সাড়ে ১২টায় অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় আবার আলোচনা শুরু হবে।

আরও পড়ুনঃ  চলতি মৌসুমে আরো শিরোপা জিততে চান ফ্লিক

বৈঠকের আগে আজ সকালে ওয়াশিংটনে পৌঁছায় বাংলাদেশ প্রতিনিধি দল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

আরও পড়ুনঃ  বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এছাড়া ঢাকায় অবস্থানরত বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনা দলকে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  জোয়ারের আঘাতে লন্ডভন্ড সেন্ট মার্টিন, ১১ হোটেল-রিসোর্ট ক্ষতিগ্রস্ত

শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।