স্টাফ রিপোর্টার : ৩১ শে জুলাই সন্ধ্যায় ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন, কাশিয়াডাঙ্গা মোড় সংলগ্ন মো: তন্ময় ইসলাম এর দোকানের সামনে থেকে ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো: বুলবুল আহমেদ (৩০), পিতা-মোঃ আমজাদ হোসেন, বড় বনগ্রাম মাস্টার পাড়া, শাহ মখদুম, রাজশাহী’কে গ্রেফতার করে র্যাব-৫।
র্যাবের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় অবৈধভাবে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে উক্ত এলাকা সহ রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে মর্মে স্বীকার করে।”
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।