রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উদ্বোধনের পর তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রদর্শনীর প্রথম দিনেই একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উপাচার্য মোড়ক উন্মোচন করেন আলোকচিত্র অ্যালবাম ‘মতিহারের বহ্নিশিখা’– যা ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনের নানা মুহূর্ত ধারণ করেছে। এই অ্যালবামে স্থান পেয়েছে আন্দোলনকালের বিক্ষোভ, মানববন্ধন, পোস্টারিং, পুলিশি অভিযান এবং গণজমায়েতের অনেক দৃশ্য।
মোড়ক উন্মোচনকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। সেই ক্ষোভ, প্রত্যয় আর প্রতিবাদের দিনগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসই এই অ্যালবাম। এটি নিছক ছবি নয়—এটি ইতিহাসের এক অনন্য ও দৃঢ় দলিল।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত প্রদর্শনী চলবে এবং এতে স্থান পেয়েছে আন্দোলন, প্রতিবাদ ও প্রতিরোধের ওপর নির্মিত একাধিক প্রামাণ্য চলচ্চিত্র। পাশাপাশি রয়েছে আলোকচিত্র প্রতিযোগিতা ও আলাপচারিতা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছে ক্যাম্পাস। অনেকেই বলছেন, এই প্রদর্শনী শুধু স্মরণ নয়, বরং শিক্ষা, প্রত্যয় ও নতুন করে নিজেদের ঐতিহ্য জানার উপলক্ষ।