নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ২:৫২। ৩ আগস্ট, ২০২৫।

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

আগস্ট ২, ২০২৫ ১২:১৮
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আজ সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ  ডি পলকে ইন্টার মায়ামিতে পেয়ে যা বললেন মেসি

‎ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত

‎প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।