নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৬:৩২। ৪ আগস্ট, ২০২৫।

মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে : মির্জা ফখরুল

আগস্ট ৪, ২০২৫ ১:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক : লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের আলোচনায় ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।’

নির্বাচনের আগেই ‘জনগণ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে’ বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।’

আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি আসবেন আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।

আরও পড়ুনঃ  ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, ‘আমাদের সামনে এখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লড়াই। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি।’

তিনি বলেন, ‘আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি, যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি। একটা সত্যিকার অর্থেই একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি।

মির্জা ফখরুল বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে এই ফ্যাসিস্ট আশ্রয় নিয়েছে তার লোক নিয়ে সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে : ইসি

বিএনপি মহাসচিব বলেন, এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে, আমরা কোনদিনই আমরা হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোন সুযোগ দিব না। আমাদের শপথ নিতে হবে আমরা কারো কাছে কোনোদিন মাথা নত করব না। আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণভাবে গড়ে তুলবো, এটার নেতৃত্ব দেবেন আমাদের তারেক রহমান।

‘দেশকে সামনে এগিয়ে নেয়ার দায়িত্ব কার’ প্রশ্ন রেখে সমবেত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘এই দায়িত্ব হচ্ছে আপনাদের, এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের। মেধা ও বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত

তিনি বলেন, ‘মেধা ছাড়া আমরা সামনে যেতে পারবো না। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা- এর মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমাদের সামনে এখন যে লড়াই তা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লড়াই। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।