নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১০:৪৯। ৪ আগস্ট, ২০২৫।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচি

আগস্ট ৪, ২০২৫ ৫:৩৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) প্রথম জুলাই গণঅভ্যুত্থান দিবস। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাঁদের আত্মত্যাগ আজ আমাদের স্বপ্ন দেখাচ্ছে, তাঁদের অসামান্য ত্যাগ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত

এ উপলক্ষ্যে আগামীকাল সকাল ৯ টায় রাজশাহী সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  গাজায় আজ ত্রাণ বিতরণ পরিদর্শন করবেন মার্কিন দূত উইটকফ

সম্মিলন অনুষ্ঠানে থাকবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাগণের স্মৃতিচারণা ও আলোচনা সভা।

এদিন অনুষ্ঠানে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাগণকে উপহার সামগ্রী হস্তান্তর করা হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।-সংবাদ বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।