নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১২:৩৩। ৫ আগস্ট, ২০২৫।

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম

আগস্ট ৪, ২০২৫ ৮:১৩
Link Copied!

অনলাইন ডেস্ক : লাল বলের ক্রিকেট এখন ব্যাটারদের খেলা হয়ে গিয়েছে। বোলারদের ওপর ছড়ি ঘুরাচ্ছেন ব্যাটসম্যানরা। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও আধিপত্য ধরে রেখেছেন ব্যাটাররা। টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনন্য রেকর্ড হয়েছে দুই দলের চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে।

রেকর্ডবুকে প্রথমবার জায়গা পেল এমন এক কীর্তি, যা কখনো ঘটেনি টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে—একই সিরিজে দুই দলের মিলিয়ে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ  অভিষেকের সঙ্গে পরকীয়া গুঞ্জন নিয়ে নিমরত বললেন— ‘করুণা হয়’

তালিকায় ভারতের পাঁচজন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। স্বাগতিক ইংলিশদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক রয়েছেন।

১৮৭৭ সালে মাঠে গড়িয়েছিল প্রথম টেস্ট ম্যাচ। ১৮৮৪ সালে প্রথমবার টেস্ট সিরিজ হয়েছিল। সেই হিসেবে ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০-র বেশি রান করেছেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার সিরিজে আট জনের রান ছিল ৪০০-র ওপর। ১৯৯৩ অ্যাশেজেও আট জন ৪০০-র ওপর রান করেছিলেন।

আরও পড়ুনঃ  শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে : বিভাগীয় কমিশনার

এই সিরিজে রানের তালিকায় সবার ওপরে আছেন শুভমান গিল। ৫ টেস্টে ৭৫৪ রান করেছেন ভারতীয় অধিনায়ক। চারটি শতরান রয়েছে তার। দ্বিতীয় অবস্থানে আছেন জো রুট। তার রান ৫৩৭। কেএল রাহুল করেছেন ৫৩২ রান। চারে থাকা জাদেজা ৫১৬ রান করেছেন। পাঁচে ঋষভ পান্ত। তিনি ৪৭৯ করেছেন। এ ছাড়া চারশোর বেশি রান রয়েছে ডাকেট, ব্রুক, স্মিথ এবং যশস্বী জয়সওয়ালের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।