নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ২:৫৭। ৫ আগস্ট, ২০২৫।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিজয় র‍্যালি

আগস্ট ৪, ২০২৫ ১০:৪০
Link Copied!

স্টাফ রিপোর্টার : জুলাই ২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

জোহা চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, “বিগত ১৭ বছরের স্বৈরশাসনের ফলে দেশের শিক্ষাব্যবস্থার পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের। সেই অভ্যুত্থানের যে চেতনা ও স্পিরিট নিয়ে আমরা এক সময় এগিয়ে গিয়েছিলাম, তা এখন দুর্বল হয়ে পড়েছে। আমাদের ভেতরে ঐক্যের ঘাটতি দেখা দিচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সুষ্ঠু নির্বাচনই পারে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে।”

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচি

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ আমীরুল বলেন, “১৯৭৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির মাধ্যমে যেভাবে স্বৈরতন্ত্রের পতন হয়েছিল, তা ইতিহাস হয়ে আছে। এখন সময় এসেছে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার। তা ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, জাতীয় সরকার ও জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।”

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

সভায় বক্তারা সবাইকে নিয়ে দেশ ও গণতন্ত্রের পথে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।