নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৮:৪৭। ৫ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

আগস্ট ৫, ২০২৫ ২:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সিএন্ডবি মোড় এলাকায় স্থাপিত এই স্মৃতিস্তম্ভটিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এটির উদ্বোধন করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদকে সঙ্গে নিয়ে প্রথমে এতে শ্রদ্ধা জানান জুলাই আন্দোলনের রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক। এরপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসক আফিয়া আখতারও উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভের শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া সাধারণ শিক্ষার্থী, আহত জুলাইযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান।

আরও পড়ুনঃ  প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ

পরে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রাম্যণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।