এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
পুঠিয়া উপজেলা চত্ত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার মহাসড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রী কমিটির অন্যতম সদস্য বুবক্কর সিদ্দিক সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু হায়াত, উপজেলা বিএনপির সদস্য সচিব এনতাজুল ইসলাম বাবু, কৃষক দলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, সেচ্ছাসেবক দলের ওয়াসিম আলী, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন, যুবদলের মাসুদ রানা, ছাত্রদলের হুমায়ন কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, রাকিব চেয়ারম্যান।
এছাড়াও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন।