নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৩:৩০। ৮ আগস্ট, ২০২৫।

দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ বাউল ডালিমের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ৭, ২০২৫ ১১:০৫
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : ‘জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার’। গানের লাইনটি তিন দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলে বাউল ডালিম। তার একদিন পর বৈদ্যুতিক ট্রান্সফরমারের ছবি আপলোড দেন। তবে কে জানতো এই বৈদ্যুতিক ট্রান্সফার সারাতে গিয়েই জীবন দিতে হবে ডালিমকে! আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’ তে ইয়েস কার্ড পেয়ে আলোচনায় এসেছিলেন ডালিম।

পুরো নাম তরিকুল ইসলাম ডালিম হলেও সংগীতাঙ্গনের সবাই তাকে চিনতেন গামছা বাউল ডালিম নামে। রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র ডালিম।

আরও পড়ুনঃ  ওএসডি হওয়া ৭৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

লোকজ সংস্কৃতির প্রতি ডালিমের ভালোবাসা ও মাটির টান তাকে পৌঁছে দেয় আরটিভির রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’ তে। প্রথম অডিশনেই নজর কাড়েন বিচারকদের। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার মেরামতের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক্ সার্কিটের কারণে মারাত্মকভাবে আহত হোন ডালিম। গান চর্চার পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন।

আরও পড়ুনঃ  ‘হয় পুরো গাজা দখল করুন, নয়তো ইস্তফা দিন’-নেতানিয়াহু

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর এলাকার একটি বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার ও লাইন মেরামতের সময় হঠাৎ করে শক্ সার্কিটের কারণে ডালিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের ধানক্ষেতে পড়ে যান। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডালিমের এই অকাল মৃত্যুতে দুর্গাপুরের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় শিল্পী, সহকর্মী ও সংগঠকরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুনঃ  বিয়ে করার একদম ইচ্ছে নেই : তানিয়া বৃষ্টি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই ডালিমের মৃত্যু হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, ঘটনাটি শুনেছি। আইনগত বাধা না থাকলে পারিবারিকভাবে তাকে দাফন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।