নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৯:০৭। ১০ আগস্ট, ২০২৫।

আসিমের কনসার্টে হানিয়া, ফের ভাইরাল ‘হাসিম’ জুটি

আগস্ট ৮, ২০২৫ ৯:৩৪
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরোনো সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে জল্পনার শেষ নেই। সম্প্রতি আসিমের এক কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই গুঞ্জনকে আবার উসকে দিয়েছে। করাচিতে আয়োজিত এই কনসার্টে সামনের সারিতে বসে হানিয়াকে বন্ধু ইয়াশমা গিলের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। কনসার্টে আসিম যখন তার জনপ্রিয় গান ‘তারাস্তি হ্যায় নিগাহেন’ গাইছিলেন, তখন ক্যামেরার লেন্স ঘুরে যায় হানিয়ার দিকে। ভিডিওতে দেখা যায়, গানটি শোনার সময় হানিয়াকে বেশ আবেগপ্রবণ ও মুগ্ধ দেখাচ্ছে। এরপর থেকেই নেটিজেনরা সেই ভিডিও শেয়ার করে নানা মন্তব্য করছেন।

আরও পড়ুনঃ  ‘বলে ভ্যাসলিন লাগিয়ে ইংল্যান্ডে টেস্ট জিতেছে ভারত’

অনেকেই বলছেন, তাদের মধ্যকার পুরোনো সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত হানিয়া ও আসিমের সম্পর্ক নিয়ে সরগরম ছিল পাকিস্তানি মিডিয়া। অনেকেই তাদের আদর্শ জুটি হিসেবে দেখতেন। কিন্তু ২০২০ সালে হানিয়া জানান, তারা শুধুই ‘ভালো বন্ধু’। এরপর আসিম মডেল মেরুব আলীর সঙ্গে বাগদান সম্পন্ন করেন এবং আগামী মাসে তাদের বিয়ের কথা রয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই : ট্রাম্প

তবে হানিয়ার কনসার্টে আসার পর থেকে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি তাদের সম্পর্ক এখনো বন্ধুত্বের চেয়েও বেশি কিছু? এই ঘটনায় ফ্যানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাদের এ জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘এত বছর পর একসাথে! আমার ‘হাসিম’ হার্ট আবার লাইভ!’। কেউ কেউ বলছেন, তারা কেবল পেশাদার বন্ধু হিসেবেই একে অপরের প্রতি সমর্থন দেখাচ্ছেন। আরেকজন মন্তব্য করেছেন, ‘হানিয়ার হাসিই বলে দিচ্ছে সবকিছু!’।

আরও পড়ুনঃ  সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন : র‌্যাব

এখনও পর্যন্ত হানিয়া বা আসিম কেউই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে হানিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের ছবি ও ইমোজি শেয়ার করে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।