নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ১:৩৯। ৯ আগস্ট, ২০২৫।

বাঘায় বিশিষ্ট শিক্ষাবিদ, বিএনপি নেতা আব্দুস ছামাদ-এর দাফন সম্পন্ন

আগস্ট ৮, ২০২৫ ১১:১১
Link Copied!

মোহাঃ আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা সদরে অবস্থিত সুনামধন্য শিক্ষক ও বিশিষ্ট রাজনীতিবিদ অবিভক্ত চারঘাট বাঘার সাবেক বিএনপির প্রতিষ্ঠা সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের বাসিন্দা। মরহুমের ছেলে মিজানুর রহমান সেন্টু জানান, বৃহস্পতিবার (৮ আগস্ট-২৫) সোয়া ২ টার দিকে স্টোক জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘বিস্ময়বালক’কে নিয়ে উভয় সংকটে রিয়াল

মরহুম আব্দুস ছামাদ বাঘা ফাজিল মাদ্রাসায় সুনামের সাথে শিক্ষককতা,বাঘা কেন্দ্রীয় গোরস্তানের সেক্রেটারী-সহ বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী সাংগঠনের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করে গেছেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুস ছামাদ ব্যক্তি জীবনে হাস্যজ্জল, সদালাপি, পরোপকারী ও দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন। মরহুমের জানাযা পুর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ মাও: আব্দুর রউফ প্রমুখ।

আরও পড়ুনঃ  বাগমারায় বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

এদিকে,তার মৃত্যুতে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলাম, শিক্ষাবিদ, রাজনৈতিক, সমাজিক ও সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেন এবং শকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শুক্রবার বাদ জুয়া বাঘা ফাজিল মাদ্রাসা মাঠে গোরস্থানে মরহুমের নামাজের জানাযা শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।