নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ১:১৭। ৯ আগস্ট, ২০২৫।

সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিপিজেএ’র নিন্দা ও শাস্তির দাবি

আগস্ট ৯, ২০২৫ ১:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : গাজীপুরে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা (বিপিজেএ)।

শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার (বিপিজেএ) সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান এক বিবৃতিতে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  মাইলস্টোনে পাঠদান শুরু, চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুনঃ  খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই সরকারের কাছে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরো বলেন, অভিযুক্ত ব্যাক্তিদের যথাযথ বিচার হয় না বলেই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ৭

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।