নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৬:১৩। ১৩ আগস্ট, ২০২৫।

অশ্লীল মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ

আগস্ট ৯, ২০২৫ ৯:২৩
Link Copied!

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীদের প্রায়শই বুলিং, হেনস্তার শিকার হতে হয়। কিছু সময় এসব ঘটনা তারা চেপে যান, কখনো বা প্রতিবাদ জানান।

সেই ধারাবাহিকতায় এবার শোবিঙ্গানের পরিচিত মুখ প্রসূন আজাদ তার ইনবক্সে আসা একটি অশ্লীল মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেছেন। যেখানে তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

আরও পড়ুনঃ  বিপুল পরিমাণ জনবল সংকটেও অস্থিরতা ছাড়াই চলছে বিএমডিএ

নেটিজেনের সেই মেসেজ মোটেও ভালোভাবে নেননি অভিনেত্রী। যে কারণে ফেসবুকে স্ক্রিনশটটি শেয়ার করে তিনি লিখেছেন, “আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই, বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায়, একই চামড়া পা*** থাকে। ট্রাস্ট মি।”

আরও পড়ুনঃ  ‘শূন্য থেকে শুরু করতে সমস্যা ছিল না’

তার পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, সেই ব্যক্তির নাম-পরিচয় ও কর্মস্থল প্রকাশ করুন। জবাবে প্রসূন বলেন, “উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।”

প্রসঙ্গত, ২০১২ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর অভিনয়ে নাম লেখান। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ সরব থাকলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন তিনি। বর্তমানে পর্দায় তেমন দেখা যায় না এই অভিনেত্রীকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।