নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৬:১৪। ১৩ আগস্ট, ২০২৫।

ফ্রান্সে গিয়ে আবারও বিরূপ পরিস্থিতির মুখে এমি মার্টিনেজ

আগস্ট ১০, ২০২৫ ৩:২৪
Link Copied!

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য ফ্রান্স বরাবরই প্রতিকূল জায়গা। ২০২৪ সালে তিনি একটি সাক্ষাৎকারে ফরাসি ফুটবলভক্তদের কাছ থেকে সবচেয়ে কঠিন দিনের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছিলেন। কেবল এক ম্যাচেই ক্যারিয়ারের সর্বোচ্চ অপমানিত হওয়ার কথা উল্লেখ করেন মার্টিনেজ। ২০২২ বিশ্বকাপ ফাইনালের পর থেকে সেই তিক্ততা তার নিয়মিত সঙ্গী। আরও একবার একই পরিস্থিতিতে পড়লেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

কখনও কথায়, কখনও বিচিত্র অঙ্গভঙ্গিতে, আবার কখনও নিজের চলাফেরায় প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলেন দিবু মার্টিনেজ। ক্ষ্যাপাটে এই গোলরক্ষক আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপটা এনে দিয়েছিলেন নিজের সেই স্নায়ুচাপের কঠিন পরীক্ষা দিয়ে। যার বড় ভুক্তভোগী কিলিয়ান এমবাপের ফ্রান্স। এ ছাড়া ফরাসিদের লক্ষ্য করে ক্ষ্যাপাটে মন্তব্য কিংবা সেখানে খেলতে গিয়ে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা ট্রফির ছবি অঙ্কিত ক্যাপ পরে সেই উত্তেজনা আরও বাড়িয়ে তোলেন।

আরও পড়ুনঃ  সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা

এদিকে, এখনও ক্লাব ফুটবলের মৌসুম শুরু হয়নি। তবে প্রাক-মৌসুমের অংশ হিসেবে বিভিন্ন ক্লাব নিজেদের মতো করে সফর করছে। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা গিয়েছিল ফ্রান্সের অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে খেলতে। প্রীতি ম্যাচটিতে ৩-১ গোলে জেতে ভিলা। যদিও ক্লাব ছাড়ার আলোচনায় থাকা এমি মার্টিনেজ এদিন শুরুর একাদশে ছিলেন না, বসেছিলেন ডাগআউটে। তবে জায়ান্ট স্ক্রিনে তার ছবি ভেসে ওঠা মাত্রই দর্শকরা দুয়োধ্বনি দেওয়া শুরু করেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, ডাচ গোলরক্ষক মার্কো বিজোকে নিয়ে প্রীতি ম্যাচটি শুরু করে অ্যাস্টন ভিলা। খেলা শুরুর আগে ক্যামেরা ২৩ নম্বর জার্সিধারী মার্টিনেজকে খুঁজে নেয়। জায়ান্ট স্ক্রিনে তার দেখা পেতেই দর্শকদের কেউ হুইসেল কেউবা দুয়ো দিতে থাকেন। যদিও তা উপেক্ষা করে পাশে থাকা সতীর্থের সঙ্গে আলোচনায় মশগুল ছিলেন এই আলবিসেলেস্তে তারকা।

আরও পড়ুনঃ  শুরু হয়েছে রাজশাহী নগর বিএনপির সম্মেলন

এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আরেক ফরাসি ক্লাব মোনাকোর মাঠে গিয়েছিলেন দিবু মার্টিনেজ। যেখানে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের উদ্দেশে ম্যাচের শুরু থেকেই নানা মন্তব্য ‍ও দুয়ো দিতে থাকে ফরাসিরা। এরপর আবার ৯ এপ্রিল ভিলার সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হয় পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির সঙ্গে। ম্যাচের আগে ওয়ার্মআপ করার সময়ই ভিলা গোলরক্ষককে একই আচরণের মুখে পড়তে হয়। ওই ম্যাচে দিবু চুল রাঙিয়েছিলেন আর্জেন্টিনার পতাকার আদলে।

আরও পড়ুনঃ  যৌনতাকে ‘পবিত্র বিষয়’ বললেন তামান্না

উল্লেখ্য, গত মৌসুম শেষেই অ্যাস্টন ভিলা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এমি মার্টিনেজ। এমনকি তার জন্য আগ্রহী ক্লাবের তালিকায় অনেক নামই শোনা যাচ্ছিল। কিন্তু সেসব দরজা বন্ধ হয়েছে একে একে। শেষমেষ ম্যানচেস্টার ইউনাইটেডও এমিকে দলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। কিন্তু ভিলা তার জন্য আরও বড় দাম বেঁধে দেয়। এরই মাঝে অন্য গোলরক্ষককে নিয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। শেষ পর্যন্ত মার্টিনেজকে নতুন ঠিকানায় নাকি নতুন মৌসুমেও ভিলায় দেখা যাবে তা সময়ই বলে দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।