নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৮:৪৭। ১৩ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা- ‘প্রস্তুত হ রাজাকার’

আগস্ট ১০, ২০২৫ ৯:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়িতে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট। এতে লেখা- “প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

হুমকির শিকার নেতা খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তাঁর বাড়ি উপজেলার ধুরইল গ্রামে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মিলুর অভিযোগ, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার বাইরে থেকে অপরিচিত কণ্ঠে বলা হয়, “বাইরে বের হয়ে দেখ।” বাইরে গিয়ে দেখেন, টিনের আড়ায় আগুন জ্বলছে এবং পেট্রলের গন্ধ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাজধানীতে ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

তিনি জানান, প্রতিবেশী ও নৈশপ্রহরীর সহায়তায় আগুন নেভানো হয়। এরপর পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে নিয়ে যায়।

মিলুর ভাষায়, “বৃষ্টির কারণে ঘর ভেজা থাকায় আগুন ছড়াতে পারেনি। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা করেছে বুঝতে কষ্ট হচ্ছে না।”

এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, “এটি দুঃখজনক ও লজ্জার ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। প্রশাসনের ব্যর্থতায় তারা সাহস পাচ্ছে।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন

মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।