জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন। তিনি, বাংলাদেশ খেলাফত মজলিশের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গা ও সদরপুরের কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। রোববার (১০ আগস্ট) সকালে প্রার্থীর বাসভবন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া থেকে এ গণসংযোগ শুরু হয়। পরে, সদরপুরের চর নাছিরপুর, চর মানাইর ও ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বেশ কয়েকটি হাঁট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গণসংযোগ করেন তিনি।
এ গণসংযোগে উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা শাখা কমিটির উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ সহ সংগঠনটির শতাধিক নেতা-কর্মী ও সমর্থক।
এ সময় মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন- আল্লাহ যদি সুযোগ দেয় আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে যুক্ত রাখবো।