নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১১:৩৫। ১৩ আগস্ট, ২০২৫।

নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আগস্ট ১২, ২০২৫ ৫:১৬
Link Copied!

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।’ দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় রাজশাহী এডিটরস ফোরামের নিন্দা ও উদ্বেগ

সকাল সাড়ে ১০ টায় যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান।

এ সময় আরো উপস্হিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।

আরও পড়ুনঃ  বিপুল পরিমাণ জনবল সংকটেও অস্থিরতা ছাড়াই চলছে বিএমডিএ

আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে আরো প্রযুক্তি নির্ভর ও গতিশীল করে তুলতে পারলে দেশকে সমৃদ্ধশীল করার ব্যাপারে মূল ভূমিকা রাখতে পারবে।
উপস্থিত যুবাদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।