নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১:৪৩। ১৩ আগস্ট, ২০২৫।

কোহলিকে হটিয়ে টি-টোয়েন্টির শীর্ষ পাঁচে ওয়ার্নার

আগস্ট ১২, ২০২৫ ৭:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফেরিওয়ালায় পরিণত হয়েছেন সাবেক অষ্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। তারই সুবাদে তিনি টি-টোয়েন্টিতে সবমিলিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে উঠে গেছেন। এক্ষেত্রে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেলেন ওয়ার্নার।

বর্তমানে ইংলিশ লিগ দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন বাঁ-হাতি এই অজি ওপেনার। সেখানে আজ (মঙ্গলবার) ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ওয়ার্নার ৫১ বলে ১২ ও এক ছক্কায় ৭১ রান করেছেন। যা তাকে টি-টোয়েন্টির শীর্ষ রানসংগ্রাহক ব্যাটারদের তালিকায় স্থান দিয়েছে পাঁচ নম্বরে। জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবমিলিয়ে ৪১৯ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। যেখানে ১৪০.৪৫ স্ট্রাইকরেট ও ৩৬.৮ গড়ে তিনি ১৩ হাজার ৫৪৫ রান করেছেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার ৪

এতদিন একই অবস্থানে ছিলেন কোহলি, দুই রান বেশি করে তাকে ছাড়িয়ে গেলেন অভিজ্ঞ অজি তারকা। ৪১৪ টি-টোয়েন্টিতে ১৩৪.৬৭ স্ট্রাইকরেট ও ৪১.৯২ গড়ে ১৩ হাজার ৫৪৩ রান করেন কোহলি। পেশাদার ক্রিকেট ছেড়ে দিলেও এখনও টি-টোয়েন্টিতে শীর্ষ রানসংগ্রাহক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪৪.৭৫ স্ট্রাইকরেট এবং ৩৬.২২ গড়ে তার রান ১৪ হাজার ৫৬২ রান। তালিকায় এরপর যথাক্রমে আছেন– কাইরন পোলার্ড (৭০৭ ম্যাচে ১৩৮৫৪ রান), অ্যালেক্স হেলস (৫০৩ ম্যাচে ১৩৮১৪ রান) ও শোয়েব মালিক (৫৫৭ ম্যাচে ১৩৫৭১ রান)।

আরও পড়ুনঃ  গাজা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: আরব লীগ

তবে নিজের মাইলফলক গড়ার ম্যাচটিতে হেরেছে ওয়ার্নারের দল লন্ডন স্পিরিট। ম্যানচেস্টার অরিজিনালসের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় তারা নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৩ রান করেছে। মূলত ওয়ার্নার ছাড়া বলার মতো রান করতে পারেননি লন্ডনের অন্য কোনো ব্যাটার। তার ৭১ রানের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে এসেছে কেইন উইলিয়ামসন ও জেমি ওভারটনের ব্যাটে। ম্যানচেস্টারের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন ইংলিশ পেসার জশ টাং।

আরও পড়ুনঃ  উপদেষ্টা আসিফ মাহমুদ রাজশাহী আসবেন শনিবার

এর আগে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমে ব্যাট করতে নেমে ম্যানচেস্টার নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটে ১৬৩ রান করে। তাদের পক্ষে জশ বাটলার সর্বোচ্চ ৪৬, ফিল সল্ট ৩১ ও বেন ম্যাককিনি ২৯ রান করেছেন। লন্ডনের পক্ষে ২টি করে উইকেট নেন ওলি স্টোন ও জেমি ওভারটন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।