স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আইহাইরাহি ঝিরকুপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর একটি আভিযানিক দল। মঙ্গলবার রাত পৌনে ১০টায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর বোয়ালমারী আমিনপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান (২৩) এবং একই থানার মোহনপুর এলাকার বাসিন্দা মো. মাহফুজুর রহমান (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঝিরকুপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইন এনে ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। পরে র্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ২১৫ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদ্বয় দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার চরের সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা আকারে বিক্রি করে আসছিল। তারা স্থানীয় সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।