নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:৫০। ১৪ আগস্ট, ২০২৫।

বেদম মার খেয়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন রশিদ খানের

আগস্ট ১৩, ২০২৫ ৬:০২
Link Copied!

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসর থেকে ফর্মের উত্থান-পতন দেখছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার গুজরাট টাইটান্সের হয়ে ৯–এর বেশি ইকোনমিতে বল করেন। স্বদেশি টি-টোয়েন্টি লিগেও নামের প্রতি সুবিচার করতে পারেননি রশিদ। এখন খেলছেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে। সেখানেই গড়লেন লিগের এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের বিব্রতকর রেকর্ড।

যদিও ওভাল ইনভিন্সিবলসের হয়ে আগের দুই ম্যাচে ৩ করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই আফগান তারকা। দুটি ম্যাচেই তিনি সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। তবে গতকাল (মঙ্গলবার) ছিল রশিদের জন্য বাজে দিন। ২০ বলে তিনি ৫৯ রান খরচ করেছেন। যা দ্য হান্ড্রেডের এক ম্যাচে কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। একইসঙ্গে ছিলেন উইকেটশূন্য। একইসঙ্গে টি-টোয়েন্টি বা সংক্ষিপ্ত সংস্করণে এটি রশিদের ক্যারিয়ারে সর্বোচ্চ রান খরচের রেকর্ড।

আরও পড়ুনঃ  ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন

টি-টোয়েন্টি কিংবা সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে কখনোই এত রান খরচের নজির ছিল না রশিদের। বরং প্রতিপক্ষ ব্যাটারদের কাছে আতঙ্কের নাম এই আফগান লেগস্পিনার। টি-টোয়েন্টিতে এর আগে ৪ ওভারে সর্বোচ্চ ৫৫ রান দিয়েছিলেন রশিদ, ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেই ম্যাচটি ছিল তারজন্য সবচেয়ে বাজে। এ ছাড়া ২০২৩ ও ২৫ আসরের দুই ম্যাচে ৪ ওভারে ৫৪, ২০২৪ আসরে ৪ ওভারে ৫১ এবং গত আইপিএলে ৩ ওভারে ৫০ রান দেন রশিদ।

আরও পড়ুনঃ  রাবিতে ৩ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের অবস্থান

এর আগে ইংলিশ লিগ দ্য হান্ড্রেডে সর্বোচ্চ ৫৩ রান খরচের রেকর্ড গড়েন ডেভিড ভিসা, যদিও তিনি ১ উইকেট পেয়েছিলেন। এ ছাড়া ডেভিড পেইন ১ উইকেটের বিনিময়ে ৫৩, স্টিভেন ফিন ১ উইকেট নিয়ে ৫১ এবং ক্রিস উড উইকেটশূন্য থেকে ৪৯ রান খরচ করেন দ্য হান্ড্রেডের ম্যাচে। গতকাল ওভাল ইনভিন্সিবলসের হয়ে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন রশিদ খান।

আফগান তারকার বাজে অভিজ্ঞতার দিনে হেরেছে তার দল ওভাল ইনভিন্সিবলসও। বার্মিংহ্যাম ফোয়েনিক্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে তারা ৮ উইকেটে ১৮০ রানের বড় পুঁজি গড়ে। ওভালের পক্ষে দোনোভান পেরেইরা ২৯ বলে ৬৩ ও জর্ডান কক্স ৩০ বলে ৪৪ রান করেন। বার্মিংহ্যামের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও বেনি হাওয়েল।

আরও পড়ুনঃ  আসছে জাহের-সামান্থার ‘ফাঁকা আওয়াজ’

ওভাল বড় সংগ্রহ গড়লেও, সেটিকে জয়ের জন্য অপর্যাপ্ত বলে প্রমাণ করেন লিভিংস্টোন-স্মিদদের মতো বিধ্বংসী ব্যাটাররা। ২৭ বলে ৬৯ রান করেন লিয়াম লিভিংস্টোন, এ ছাড়া উইল স্মিদ ২৯ বলে ৫১ রান করলে ২ বল এবং ৪ ‍উইকেট হাতে রেখে বার্মিংহ্যামের জয় নিশ্চিত হয়। ওভালের ইংলিশ পেসার সাকিব মাহমুদ নেন ৩ উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।