নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:৫৭। ১৪ আগস্ট, ২০২৫।

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

আগস্ট ১৩, ২০২৫ ৬:১৪
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের ভারতে পারমাণবিক হামলার হুমকির পর ওয়াশিংটন বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

ট্যামি বলেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে এবং মার্কিন কূটনীতিকরা উভয় দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ। গত দুই মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রোববার পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয়, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হব।’’

আরও পড়ুনঃ  ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ

পাকিস্তানের সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের এই হুমকিকে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে প্রথম হিসেবে মনে করা হচ্ছে। এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতের পর শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করেছেন। তিনি বলেন, সম্ভাব্য বড় বিপর্যয় ঠেকাতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। এটি ‘ওয়াশিংটনের জন্য গর্বের মুহূর্ত’।

তিনি বলেন, আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, যেখানে একটি সংঘাত আরও বড় বিপর্যয়ে পরিণত হতে পারত। সেই সময় ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি সমাধানে এগিয়ে আসেন।

আরও পড়ুনঃ  এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিলো পাকিস্তান!

ট্যামি বলেন, ‘‘আমরা টেলিফোনে কল ও বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছি এবং উভয়পক্ষকে একত্রিত করে টেকসই সমাধানের পথ তৈরি করেছি। এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত যে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।’’

ট্রাম্পের সঙ্গে অসীম মুনিরের সাম্প্রতিক বৈঠকের পর যুক্তরাষ্ট্র পাকিস্তানে আরও সাহায্য কিংবা অস্ত্র বিক্রি বাড়াবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সম্পর্ক উভয় দেশের সঙ্গে অপরিবর্তিত রয়েছে। ভালো আছে। মার্কিন কূটনীতিকরা উভয় দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা গ্রেফতার

তিনি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা ও সন্ত্রাসবিরোধী সংলাপের কথাও উল্লেখ করেন। মঙ্গলবার ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের এই সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। ট্যামি ব্রুস বলেন, ‘‘সর্বশেষ দ্বিপাক্ষিক আলোচনায় সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। একই সঙ্গে সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছে।’’

তিনি বলেন, উভয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করাটা ওই অঞ্চল ও বিশ্বের জন্য সুসংবাদ এবং এটি ভবিষ্যতের জন্য কল্যাণজনক হবে।

সূত্র: এনডিটিভি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।