নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:০১। ১৫ আগস্ট, ২০২৫।

৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন এএফসি সভাপতি

আগস্ট ১৪, ২০২৫ ১০:৫৪
Link Copied!

অনলাইন ডেস্ক : এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। ২৩-২৬ নভেম্বর তিনি বাংলাদেশে অবস্থান করবেন। আজ এএফসির সাথে বাফুফের এমনটাই আলোচনা হয়েছে।

বাংলাদেশে ফিফার দুই সাবেক সভাপতি হোয়াও হ্যাভেলেঞ্জ ও সেপ একাধিকবার এসেছিলেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতিরাও এসেছিলেন। কোনো সময়ই সেই সফরের দৈর্ঘ্য এক-দুই দিনের বেশি হয়নি। এবারই প্রথম চার দিনের সফরে আসছেন ফুটবলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সালমান এএফসি সভাপতির পাশাপাশি ফিফারও সহ-সভাপতি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

এশিয়ার ফুটবলের শীর্ষ কর্তার সফরক বাফুফে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায়। বাফুফে তাদের সকল স্টেকহোল্ডার ক্লাব, জেলা, একাডেমি রেফারি, মিডিয়া সহ বাফুফে এএফসি সভাপতির সফরসূচির পরিকল্পনা করছে।

আরও পড়ুনঃ  দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আগামী কয়েকদিনের মধ্যে বাফুফে তাদের প্রোগ্রামসূচি এএফসিকে জানাবে। দুই পক্ষ আলাপ-আলোচনার পর সফরসূচি চূড়ান্ত হলে মিডিয়ায় প্রকাশ করার পরিকল্পনা বাফুফের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।