স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিএমডিএর রাজশাহী সার্কেলের উদ্যোগে রাজশাহী পোস্টাল একাডেমি হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক তরিকুল আলম। তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের কৃষিতে বিএমডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ অঞ্চলের কৃষি উন্নয়নে আপনারা যে অবদান রেখেছেন তা অনন্য। মাঠপর্যায়ে যারা কাজ করছেন তাদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কৃষকের পাশে থেকে কাজ করে যেতে হবে। তবেই আমরা দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারব।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ইকবাল হোসেন ও জিন্নুরাইন খান এবং নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
সেমিনারে রাজশাহী বিভাগের আট জেলার রাজশাহী ও বগুড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও মেকানিকসহ মোট ৭৫ জন অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম।