অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য সব দেশের তুলনায় বেশ পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায় পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ, যা কাজে লাগিয়ে বর্তমানে এই ফরম্যাটটিতে রাজত্ব করছেন ব্যাটাররা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ ঘরোয়ার অন্যান্য প্রতিযোগিতায় ভালো করতে এবার পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নেমেছে বিসিবি। পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ নিয়োগ দিয়েছে বোর্ড। বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। ইতোমধ্যে তিনি বাংলাদেশে কাজ শুরু করেছেন।
শুরুতে বাংলাদেশে এসে নারী দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন জুলিয়ান। এরপর দেশের ঘরোয়া কোচদের সঙ্গে কাজ করেছেন তিনি। সবশেষ গেল শুক্রবার থেকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করেছেন উড। আর সব জায়গায় কোচিংয়ে দীক্ষা দেয়ার সময় তার হাতে দেখা গেছে বিশেষ এক ব্যাট। যার নাম প্রোভেলসিটি ব্যাট।
সম্প্রতি বিসিবি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে উড এই ব্যাট দিয়ে ড্রাইভ, স্কয়ার কাট, পুলসহ বিভিন্ন শটের শ্যাডো প্র্যাকটিস করাচ্ছেন। এই ব্যাট ব্যাটারদের হাত-চোখের সমন্বয়, শট খেলার সঠিক ক্রম এবং কমপ্যাক্ট মেকানিক্স গড়ে তুলতে সহায়তা করে। ব্যাটটির ভেতরে থাকে আটটি রেজিস্ট্যান্স ব্যান্ড।
যত বেশি ব্যান্ড লাগানো হয়, তত কঠিন হয় ব্যারেলটি স্লাইড করানো। ব্যাটার যদি সঠিক মেকানিক্সে উচ্চ গতিতে সুইং করতে পারেন, তবে একটি ‘ডাবল ক্লিক’ শোনা যায়। আর যদি গতি ও টেকনিকে ঘাটতি থাকে, তবে কেবল একবারই ক্লিক শোনা যায়।