নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:০৭। ১৮ আগস্ট, ২০২৫।

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আগস্ট ১৮, ২০২৫ ৬:৩৭
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  ৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার

মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ‘এনসিপি-জামায়াত মনে করে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাই নির্বাচন চায় না’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, উপাধাক্ষ আব্দুস সোবাহান, সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, এনসিপির আহ্বায়ক আলী মুর্তজা, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

আরও পড়ুনঃ  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ১১ প্রকল্পের অনুমোদন, ব্যয় ৯৩৬১ কোটি টাকা

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্যচাষী ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্যক্রম হাতে নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।